আর্যই শঙ্কর জেনে গেল অপর্ণা, অপর্ণাকে বাঁচাতে ছদ্মবেশে আর্য! এক্সিডেন্টের মুখোমুখি আর্য-অপর্ণা, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আসছে নতুন চমক

চিরদিনই তুমি যে আমার

চলতি সপ্তাহে সকল মেগা ধারাবাহিককে হারিয়ে বাংলার টপার স্থান দখল করেছে জি-বাংলার চর্চিত মেগা ‘চিরদিনই তুমি যে আমার’। টিআরপি ধরে রাখতে আগামীদিনে আসতে চলেছে আরও বড় চমক। প্রকাশ পেল ধারাবাহিকের নতুন মেগা।

যারা নিয়মিত এই ধারাবাহিক দেখছেন তারা জানেন, মেঘরাজ ইঙ্গিত দিয়েছে আর্য আসলে আর্য সিংহ রায় নয়, সে শঙ্কর। আর তারপর থেকে আর্যকে নিয়ে মনে সন্দেহের দানা বেঁধেছে অপর্ণার মনে। এসবের মধ্যেই নতুন প্রোমো আরও জমজমাট।

প্রোমোতে দেখা গেল অপর্ণা র মনে পরে আর্য্য কে যে লোক টা বলেছিল আমরা মাধবপুর স্কুল এ একসাথে পড়াশুনা করতাম। আর তারপরেই মেঘরাজের কথা মনে পড়ে যায় অপর্ণার। সত্যি জানতে মরিয়া সে। মাধবপুরেই সেই সত্যি রয়েছে আর তা জানতেই রওনা হয় অপর্ণা।

প্রোমোতে দেখা যায় অপর্ণা মাধবপুর যাওয়ার জন্য যেই টোটোতে ওঠে তার চালক আর্য। ছদ্মবেশে অপর্ণার সামনে আসে আর্য। আর্য গাড়ি চালাতে বলে, ‘আমি তোমার কোনও ক্ষতি হতে দেবো না অপর্ণা’। আর তারপরেই সেই গাড়ি এক্সিডেন্ট হয়। অপর্ণা কি জানতে পারবে আর্যের অতীত। কি হতে চলেছে আগামী দিনে জানতে হলে চোখ রাখতে হবে টিভির পর্দায়।