জি-বাংলার নতুন ধারাবাহিকের মধ্যে একটি হল ‘চিরদিনিই তুমি যে আমার’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং অভিনেতা জিতু কামাল। খুব অল্প সময়ের মধ্যে এই জুটি দর্শকের মন জিতে নিয়েছে।
অপুর মায়ের কথায় অপুর বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল আর্য। এদিকে আর্যকে মনে মনে ভালোবেসে ফেলে অপু। আর্যও ধীরে ধীরে অপুকে ভালোবেসে ফেলে। কিন্তু অপুকে বিপদে ফেলার জন্য সবসময় প্যাঁচ করে মীরা। তবে সব পরিস্থতি কীভাবে সামলে উঠতে হয় জানে অপু।
তবে এবার দর্শকের আশা পূরণ হতে চলেছে। আর্য নিজের মনের কথা অপুকে জানাবে সেই প্রোমো সামনে এলো। অপু ঘুমাচ্ছে ভেবে আর্য তার সামনে গিয়ে ভালোবাসার স্বীকারোক্তি দেয়। অপু আর আর্যের বয়সের ফারাক কীভাবে সবটা সামলাবে তারা? আর্যর সব কথা শুনে ফেলে অপু। তাহলে কি এবার শুরু হবে তাদের প্রেম কাহিনী।
View this post on Instagram