মেঘরাজের ষড়যন্ত্রে বিপদে আর্য, আর্যকে কি বাঁচাতে পারবে অপর্ণা? ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন চমক

চিরদিনই তুমি যে আমার

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে চলছে জমজমাট পর্ব। আর্য অপর্ণা কে ঘিরে গল্পের নতুন মোড়ে থাকছে নতুন চমক। ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যাবে, আর্য কিছুটা সুস্থ হতেই অপর্ণার খোঁজ করে।

শরীরের এই অবস্থা নিয়ে আর্যকে কোথাও যেতে বাধা দেয় মীরা। কিন্তু অপর্ণার মা তার মেয়েকে খুঁজে এনে দিতে অনুরোধ করলে, আর্য সেটা ফেলতে পারে না।

নিজের ফোন হাতে পেতেই আর্য দেখে অনেকগুলো নম্বর থেকে ফোন এসেছিল এবং একটা ভিডিও পাঠানো হয়েছে। সেখানেই আর্য দেখে, মেঘরাজ অপর্ণাকে অপহরণ করেছে। অপর্ণাকে খুঁজতে মেঘরাজের বাড়িতে উপস্থিত হয় আর্য।

মেঘরাজকে মারতে গেলে সে বলে, এত সহজে অপর্ণার খোঁজ বলবে না। মেঘরাজের এক সঙ্গীর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে মেঘরাজকে গুলি করার হুমকি দিতেই মেঘরাজ আর্যকে নিয়ে যায় অপর্ণার কাছে।

অন্যদিকে নিজের প্রাণ বাঁচিয়ে অপর্ণা কোনও রকম পালিয়েছে। পালাতে গিয়ে অপর্ণা দেখে একটা মেয়েকে অনেকগুলো ছেলে মিলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর তাতে বাধা দিতেই অপর্ণা কে আঘাত করে ওই ছেলে গুলো। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে অপর্না।

আর্য অপর্না কে না দেখতে পেয়ে মারতে শুরু করে মেঘরাজকে। মেঘরাজের সঙ্গীর আঘাতে অজ্ঞান হয়ে যায় আর্য। এদিকে আর্যকে মেঘরাজের হাত থেকে বাঁচাতে কিঙ্কর উপস্থিত হয় সেখানে। এরপর কী হবে জানতে চোখ রাখুন পরবর্তী পর্বে।