একদিকে জিতু কমল আর দিতিপ্রিয়া রায়ের বিতর্কের মাঝে জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে দিতিপ্রিয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি প্রোডাকশন হাউসের সিদ্ধান্তে অপেক্ষায় রয়েছেন কারণ আগামী দিনে জিতু কমলের সাথে শট দিতে তার অসুবিধা হবে।
আর তার মাঝেই জি-বাংলার নতুন প্রোমো সিঁদুরের মেঘ দেখছেন দর্শক। আচমকাই এরকম একটি প্রোমো দিয়ে গল্প ঘুরিয়ে কেন দিলেন নির্মাতারা। দর্শক চাইচ্ছেন নায়িকা পরিবর্তন হলেও নায়ক যেন থাকে। কিন্তু নতুন প্রোমো কি অন্য ইঙ্গিত দিচ্ছে।
জি-বাংলার অফিশিয়াল চ্যানেল থেকে পোস্ট করা ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে একটি নতুন ভিডিওতে দেখা যাবে গাড়ি এক্সডিন্ট হবে আর্যের। আর এই ভিডিও দেখেই ক্ষোভ প্রকাশ করছেন দর্শক। কারণ তাদের মনে হয়েছে হয়তো এটা দেখিয়ে নায়ক-কে পাল্টে দেওয়া হবে।
দর্শক দাবি জানিয়েছেন জিতুকে পাল্টালে তারা আর এই ধারাবাহিকটি কেউ দেখবেন না। কারণ ধারাবাহিকের জনপ্রিয়তার ম্যাজিক হল জিতুর অভিনয়। তাই আর্য সিংহ রায়ের চরিত্র অন্য কাউকে তারা মেনে নেবেন না। তাহলে কি সত্যি বদলে যাবে নায়ক? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।