‘ওই বাড়িটায় আপনার একটা ছবি দেখেছি’, অপর্ণার প্রশ্নের মুখোমুখি আর্য, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মোড়

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের গতকালকের এপিসোড দেখে দর্শক বলছেন গায়ে কাঁটা দেওয়ার মতো। সাসপেন্স, রহস্য, আর্যের অতীত পাশাপাশি নায়ক আর নায়িকার দুর্দান্ত অভিনয়ে যেন গোটা এপিসোড রোমাঞ্চকর হয়ে উঠেছিল।

ধারাবাহিকে গতকাল দেখানো মেঘরাজের হাত থেকে অপর্ণাকে উদ্ধার করে ঝড়-বৃষ্টি রাতে আর্য অপর্ণাকে একটি পুরনো বাড়িতে নিয়ে আসে। যেই বাড়িতে রয়েছে আর্যের অতীত। সেখানেই এক মহিলার সঙ্গে আর্যের ছবি খুঁজে পায় অপর্ণা।

স্বাভাবিকভাবে রাজনন্দিনী ভর করে অপর্ণার উপর সেই ছবি হাতে নিয়ে আর্যের মুখোমুখি হয় অপর্ণা। আর তারপরের সে অজ্ঞান হয়ে যায়। ধারাবাহিকের আজকের এপিসোডে কি হতে চলেছে তা নিয়ে বেশ উৎসাহিত দর্শকেরা।

সদ্য জি-বাংলার অফিসিয়ালি চ্যানেলে একটি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আজকের এপিসোডের ভিডিও একটি দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে অপর্ণা অফিসে আসে। অফিসে অপর্ণাকে দেখে খুশি হয় আর্য। সে বলে তুমি অফিসে এসেছো আমরা সকলে তোমাকে খুব মিস করছিলাম।

আর্যের কথা শেষ না হতেই তার মুখোমুখি দাঁড়িয়ে অপর্ণা বলে কাল আমি অজ্ঞান হয়ে গেলে আমার মনে রয়েছে ওই বাড়িতে আপনার একটি ছবি দেখেছি। এরপর কিংকর বলে সেখানে কিছু নেই। অপর্ণা বলে আমি নিশ্চিত ওখানে সেই ছবি আছে আমি ওই বাড়িতে যাবো, অপর্ণার কথা ভয় পেয়ে যায় আর্য। তাহলে কি এবার আর্যের অতীত সামনে আনবে অপর্ণা? কি সেই অতীত? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।