
জি-বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। এই ধারাবাহিক নিয়ে নতুন করে কিছু বলার নেই। সোশ্যাল মিডিয়া খুললেই ধারাবাহিকের ক্রেজ লক্ষ্য করা যায়। খুব অল্প সময়ের মধ্যে আর্য আর অপর্ণার জুটি দর্শকের মন জিতে নিয়েছে।
যারা নিয়মিত এই মেগা দেখেন তারা জানেন, আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে অপুর বাবার কথা রাখতে অপর্ণার থেকে দূরে সরে যায় আর্য। অপর্ণা ঠিক করে সে চাকরি ছেড়ে দেবে। এদিকে কিঙ্কর আর মিরা টাকা চুরির অপবাদ দেয়। ধারাবাহিকের এই ট্র্যাক নিয়ে দর্শকমহলে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেছে।
সিরিয়ালপ্রেমীরা চিন্তিত ছিলেন আর্য আর অপু’র সম্পর্ক কি ভেঙে যাবে? দর্শকের সেই প্রশ্নের উত্তর দিতে খুব বেশি দেরি করল না চ্যানেল। সদ্য প্রকাশ পেয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন প্রোমো। যা মাত্র ৪৫ মিনিটে ৫৭ হাজারের বেশি ভিউ পেয়েছে। বোঝাই যাচ্চে এই ধারাবাহিক নিয়ে দর্শকের উৎসাহ কতটা।
প্রোমোতে দেখানো হয় রাজনন্দিনী শাড়ির কোনও এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে আর্য। মঞ্চের একপাশে দাঁড়িয়ে তার মা। এদিকে সকলের সামনে রাজনন্দিনীর শাড়ির সাকসেসের ক্রেডিট দিতে আর্য নিজে অপর্ণাকে স্টেজে নিয়ে আসে। আর্যের উপহার দেওয়া শাড়ি পড়ে অপর্ণা। অপর্ণাকে শাড়ি পড়ে দেখে অবাক হয়ে যান আর্যের শাশুড়ি মা। তিনি বুঝতে পারেন রাজনন্দিনীর সাথে অপর্ণার কোনও সূত্র রয়েছে। ধারাবাহিকের এই প্রোমো ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দর্শকের।