‘চিরদিনই তুমি যে আমার’ থেকে বিরতি নিলেন আর্য ওরফে জিতু, কবে ফিরবেন অভিনেতা?

চিরদিনই তুমি যে আমার

গত সপ্তাহ থেকে নম্বর কমেছে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের। এই ধারাবাহিকটি দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকেরা। আর্য এবং অপর্ণার জুটি খুব কম সময়ে দর্শকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। তাদের রাসায়ন ধারাবাহিকের জনপ্রিয়তার মূল ম্যাজিক।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হয়েছে কাজের জন্য হংকং এ গিয়েছেন আর্য, তার অবর্তমানে তার চেয়ার বসে অফিস সামলাচ্ছে অপর্ণা। ধারাবাহিকে আর্য-কে দেখা যায়নি গোটা একটা এপিসোডে, আর মাত্র একদিনেই আর্যকে না দেখে বেহাল দশা দর্শকের। আর্য ছাড়া যেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক অসম্পূর্ণ। তাই জিতু বিহীন এই সিরিয়াল দেখতেই চাইচ্ছেন না অধিকাংশ। আচমকা কেন ধারাবাহিকে দেখা যাচ্ছে না জিতু কমলকে?

চিরদিনই তুমি যে আমার

আসলে জিতু র নতুন সিনেমা ‘এরা মানুষ’ এর শুটিং শুরু হয়েছে। আর খুব সম্ভবত সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকার জন্যই সিরিয়াল সময় দিতে পারছেন না। যার কারণে ধারাবাহিক থেকে সামায়িক বিরতি নিয়েছেন অভিনেতা। হয়তো আরও কয়েকটা দিন আর্যকে গল্পে দেখা যাবে না। সেই অনুযায়ী, দিতিপ্রিয়া রায়ই হয়তো একাই সামলাবে। তবে কবে আবার সিরিয়ালের শুটিং সেটে ফিরবেন অভিনেতা?

সেই বিষয়ে এখনো কোনও আপডেট মেলেনি। খুব সম্ভবত সিনেমার শুটিং শেষ হলেই আবার আগের মতো ফ্লোরে দেখা মিলবে তার। কিন্তু আর্য ছাড়া ধারাবাহিকে টিআরপিতে প্রভাব পরতে পারে বলে আশঙ্কা সিরিয়ালপ্রেমীদের।