প্রায় সাতমাস পর ফের ছোটপর্দায় ফিরলেন অভিনেত্রী অরুণিমা হালদার। অরুণিমাকে দর্শক এর আগে ‘কাছে আয় সই’, ‘মন দিতে চাই’, ‘কাজল নদীর জলে’র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখেছেন। এছাড়াও ‘বেলাশেষে’, ‘বেলাশুরু’র মতো ছবিতে ও ওয়েব সিরিজেও নজর কেড়েছেন অরুণিমা।
২০২৪ সালে ‘কাজলনদীর জলে’ ধারাবাহিক শেষ হওয়ার পরে খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী। অরুণিমা জানিয়েছিলেন, “আমার জন্ডিস হয়েছিল। তার পর খুবই দুর্বল হয়ে পড়ি। ভেবেছিলাম কয়েক দিনের বিরতি নেব। আর তার আগে যে পর পর ধারাবাহিকে করে গিয়েছি আমি। মাঝে কয়েকদিনের আরাম প্রয়োজন ছিল।” সেই কারনেই এতদিন পর্দা থেকে দূরে ছিলেন অরুনিমা।
তবে পর্দার ‘কঙ্কাবতী’ এখন ‘সোহাগ’। প্রেমের গল্পের মোড়কে আসছে ‘সোহাগে আদরে’। নিবেদনে সান বাংলা। গল্পে সোহাগ চরিত্রটি এক নিঃস্বার্থ তরুণীর। সূর্যকে বিয়ের পরেই বদলে যায় সোহাগের জীবন। সূর্য একজন ব্যবসায়ী যার মায়ের প্রতি গভীর ক্ষোভ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে সম্পর্ক গড়লেরলে শুরু হয় পারিবারিক দ্বন্দ্বও। আগামীতে কি হবে সোহাগ ও সূর্যের ভবিষ্যৎ? সেই উত্তর দিতে আসছে এই মেগা।