হুইলচেয়ারে মুম্বই ফিরলেন অরুণা ইরানি, কি হয়েছিল বর্ষীয়ান অভিনেত্রীর?

অরুণা ইরানি

বলিউড ইন্ডাস্ট্রিতে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অরুণা ইরানি। টিভি সিরিয়াল থেকে শুরু করে বলিউডের একাধিক সিনেমায় বর্ষীয়ান অভিনেত্রীর অভিনয় মন ছুঁয়েছে দর্শকের। বেশ কয়েক বছর হল তিনি অভিনয় থেকে দূরে। বয়সও প্রায় ৭৮ ছুঁয়েছে।

সম্প্রতি একটি ভাইরাল ভিডিয়োর কারণে শিরোনামে উঠে আসেন অভিনেত্রী। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, হুইলচেয়ারে বসে রয়েছেন অরুণা ইরানি। চোখেমুখে ক্লান্তি, হুইলচেয়ার চেপে বিমানবন্দর থেকে ফিরলেন অভিনেত্রী। পায়ের পাশে রাখা ক্রাচ।

সূত্রের খবর অনুযায়ী, থাইল্যান্ডের ব্যাঙ্ককে পড়ে গিয়ে আহত হন তিনি। দুর্ঘটনার বিষয়ে এখন কিছু না জানালেও সপ্তাহখানেক বিশ্রামের পর এখন তিনি মুম্বই ফিরে এসেছেন। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অরুণা ইরানি।

 

View this post on Instagram

 

A post shared by Vickey Lalwani (@iamvickeylalwani)