
টিভির পর্দায় অভিনেত্রী অর্পিতা মুখার্জি কে কে না চেনেন। জি-বাংলা থেকে স্টার জলসার পর্দা সবেতেই জনপ্রিয় সমস্ত ধারাবাহিকে নেগেটিভ-পজিটিভ দুই ধরনের চরিত্রেই বাজিমাত করেছেন দর্শকমহলে। এই মুহূর্তে কথা ও রানী ভবানী’তে কাজ করছেন অর্পিতা।
পর্দায় অভিনেত্রী যেমনই হোক না কেন বাস্তবে অভিনেত্রী ঠিক কেমন তা সকলের সামনে ফাঁস করল অর্পিতার মেয়ে ঐশানি নিজেই। এই প্রসঙ্গে ঐশানিকে জিজ্ঞাসা করা হয়, মা কি বাড়িতে রান্না করেন? মাত্র ১০ বছরের ছোট্ট ঐশানি সকলকে জানায়,
‘মা একেবারেই রান্না পারেনা, তাই বাড়িতে রান্না করেও না। তবে মাঝেমধ্যে নতুন নতুন রান্না করার চেষ্টা করে। সেটা আমার ভালই লাগে। কিন্তু আমি আমার মায়ের জন্য খুব গর্বিত, আমার মা এই পেশায় এসেও আমাকে অনেক সময় দেয়।’
‘বাড়িতে মা খুবই সাধারণ তবে আমাকে খুব বকাবকি করে। যদিও তার যথেষ্ট কারণ রয়েছে। আমি খুব দুষ্টুমি করি।’ বয়স কম হলেও তার ছোট ছোট আবদার, কখনই বাধা হয়নি অভিনেত্রীর কাজের।
এই প্রসঙ্গে অর্পিতা বলেন, ‘আমি আমার এই অভিনয়ের জার্নিতে মা হবার জার্নিতে সবসময় আমার মা বাবা এবং আমার শ্বশুর-শাশুড়ি সাপোর্ট পেয়েছে। আমার সন্তান জন্ম হবার সময় আমার শাশুড়ি আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করেছেন।’
‘যখন মেয়ে হয়েছিল তখন আমি আমার মেয়েকে সবসময়ের জন্য সময় দিতে পারিনি, কাছে পাইনি আমার মেয়েও আমাকে ছোট থেকে তেমন ভাবে সবসময় কাছে পায়নি। কিন্তু ছুটির দিনগুলোতে আমি সকাল থেকে রাত পর্যন্ত ওর সাথেই সময় কাটাই। আর বাকি সময়টা আমার মেয়েকে আমার শাশুড়ি পুরো সামলে দেন।’