নায়ক বদল নতুন কিছু নয়। এর আগে একজনকে প্রথমে কাস্ট কড়া হলেও পরবর্তীকালে তাকে বাদ দিয়ে আরেকজনকে কাস্ট করা হত। এবার ফের নায়ক বদল হতে চলেছে।
শোনা যাচ্ছে ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবির নায়ক বদল হতে চলেছে। গত ৩ রা ডিসেম্বর এই ছবির শুটিং করেছিলেন সৌম্য মুখোপাধ্যায়। গোয়েন্দা নায়ক ‘রাপ্পা রায়’ এর ভূমিকায় রয়েছেন তিনি। তবে আর এই ছবিতে অভিনয় করবেন না সৌম্য।
সৌম্যের বদলে এই ছবিতে আসছে ছোটপর্দার সকলের প্রিয় অভিনেতা ডোডোদা ওরফে অর্পণ ঘোষাল। যিনি ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ। এবার নতুন বছরে নতুন ছবির নায়ক অর্পণ। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘ চরিত্র নিয়ে ভাবার সময় পেলাম না। নিজের মতো করে তাকে বোঝার সুযোগও পাচ্ছি না। কারণ, কমিকটি পড়ার সুযোগ পাইনি।’