বড় চমক! প্রথমবার গোয়েন্দা চরিত্রে পর্দায় ‘মেয়েবেলা’ খ্যাত অর্পণ ঘোষাল, প্রকাশ্যে প্রথম লুক

অর্পণ ঘোষাল

প্রকাশ পেল বাংলা ছবি ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ প্রথম পোস্টার। ছবির গোয়েন্দা নায়ক ‘রাপ্পা রায়’ সুযোগ বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় কমিক গল্পের থেকে নেওয়া। পরিচালক এবং ছবির অন্যতম প্রযোজক ধীমান বর্মন।

‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডট কম’ ছবির নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্পণ ঘোষাল। যিনি একাধিক ওয়েব সিরিজেরে জনপ্রিয় মুখ। এছাড়াও ছোটপর্দার দর্শকের কাছে তিনি মেয়েবেলা’র ডোডো হিসাবে পরিচিত।

এই প্রথমবার গোয়েন্দার চরিত্রে থাকতে চলেছেন অর্পণ। তার লুক প্রকাশ পেতেই উত্তেজিত। প্রথমে এই ছবিতে অভিনয় করার কথা ছিল সৌম্য মুখার্জি। তবে পরে তাকে বাদ দিয়ে অর্পণকে নেওয়া হয়।