‘আমায় একা রাস্তায় দেখলে লোকে জিজ্ঞাসা করে মৌ কোথায়?’! অনস্ক্রিন বৌয়ের জন্মদিনে লম্বা পোস্ট ডোডো দার ওরফে অর্পণ ঘোষালের

স্বীকৃতি

আজ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারের শুভ জন্মদিন। বর্তমানে এই অভিনেত্রীকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে ‘আলোর কোলে’ ধারাবাহিকে। এর আগে ‘খেলাঘর’, ‘মেয়েবেলা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন স্বীকৃতি।

‘মেয়েবেলা’ ধারাবাহিকে মৌ আর ডোডো’র জুটি পর্দায় আজও হিট। তাদের জুটি এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল পরবর্তীকালে একটি বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজ করেছিলেন এই দুইজন। ধারাবাহিক শেষ হয়ে গেলেও মৌ আর তার ডোডো দার অফস্ক্রিন বন্ধুত্ব আজও অটুট।

আজও মৌ থুড়ি স্বীকৃতির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লম্বা পোস্ট করলেন ডোডো দা ওরফে অর্পণ। অভিনেতা তার আর স্বীকৃতির ছবি শেয়ার করে লেখেন, “আজ তার জন্মদিন যার সৌন্দর্য্যে নদীর পাড়ে ভিড় জমে যায়, আজ তার জন্মদিন যে off day তেও shooting এ চলে যায়, আজ তার জন্মদিন যে রোজ সকালে রাজা বিস্কুট খায়, আজ তার জন্মদিন যার জন্য আমায় একা রাস্তায় দেখলে লোকে জিজ্ঞাসা করে “মৌ কোথায়?”…….
আজ আমার এক প্রিয় সহঅভিনেতার জন্মদিন ❤️”। প্রাক্তন অনস্ক্রিনের বরের পোস্ট মৌ জানান, “ধন্যবাদ, ডোডো দা’।