অর্ণব বন্দোপাধ্যায়, টেলিভিশনের পর্দায় এর আগে একাধিক ধারাবাহিকে দর্শক দেখেছে তাকে। ‘আলো ছায়া’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছিলেন অভিনেতা। এরপর স্টার জলসার আলতা ফড়িং -এ ধারাবাহিকেও নজর কাড়ে এই অভিনেতা। পর্দায় ফড়িং-অভ্র’র রসায়ন ভীষণ প্রিয় ছিল দর্শকের।
অর্ণবকে দর্শক শেষ দেখেছেন স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ মুখ্য ভূমিকায়। এবার অভিনেতার অনুরাগীদের জন্য সুখবর! আরও একবার স্টার জলসার পর্দায় ফিরছেন অর্ণব বন্দোপাধ্যায়।
ধারাবাহিকের প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’। ত্রিকোণ প্রেমে নজর কাড়তে আসছেন অর্ণব। ধারাবাহিকের ‘বুলেট সরোজিনী’। যদিও প্রাথমিকভাবে এই নামটি স্থির হলেও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে।