ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে পর্দায় আসছে অর্ণব-অভিষেক-দিয়া

বুলেট সরোজিনী

টিআরপির ওঠা পড়ায় ধারাবাহিকের মেয়াদ কমলেও পর্দায় নিত্য নতুন গল্পের আসর জমেছে বেশ ভালোই। সেই সুবাদে পর্দায় উঠে আসছে কখনও চেনা মুখ তো আবার কখনও নতুন নায়ক-নায়িকাদের মুখ। এবার স্টার জলসার পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক।

প্রযোজনায় স্বর্ণেন্দু সমাদ্দারের ‘ক্রেজি আইডিয়াজ মিডিয়া’র তরফে ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছে ‘বুলেট সরোজিনী’। যদিও প্রাথমিকভাবে ধারাবাহিকের এই নামটি স্থির হলেও এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

টলিপাড়ার অন্দরের খবর, গল্পে দুই মুখ্য নায়কের ভূমিকায় দেখা যেতে চলেছে অর্ণব বন্দোপাধ্যায় ও অভিষেক বীর শর্মাকে। অন্যদিকে, নায়িকার চরিত্রে থাকছেন দিয়া বসু। ইতিমধ্যেই ধারাবাহিকের প্রোমো শুটিং হয়েছে। অর্ণব- অভিষেক -দিয়া’র জুটি পর্দায় কি চমক নিয়ে আসে সেটাই দেখার অপেক্ষায় দর্শকমহল।

প্রসঙ্গত, স্টার জলসার ‘হরগৌরী পাইস হোটেল’-এ শেষবারের মত অর্ণবকে দেখেছিল দর্শক। অভিষেককে শেষ দেখা গেছে ‘সোহাগ চাঁদ’-এ। অন্যদিকে, সান বাংলার ‘কনস্টেবল মঞ্জু’তে শেষ কাজ করেছিল দিয়া।