‘তিন বছরে তিনটে প্রেম করেছি…’, প্রেমজীবন নিয়ে অকপটে অর্কপ্রভ রায়

অর্কপ্রভ রায়

স্টার জলসার পর্দায় নতুন ধারাবাহিক ‘কম্পাস’-এ পর্ণা চক্রবর্তী সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অর্কপ্রভ রায়। এর আগেও ‘তোমাদের রাণী’ ও ‘দুই শালিখ’ ধারাবাহিকে অভিনয় করে দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পান অভিনেতা। তবে জানেন কি অভিনেতার প্রেম জীবনের খবর?

বাস্তবেও কখনও প্রেমে পড়েছেন অভিনেতা? কোনও রাখঢাক না রেখেই অর্কপ্রভ বলেন, ‘হ্যাঁ কলেজে প্রেম করেছি। তিন বছরে তিনটে আলাদা প্রেম করেছি। প্রথম বছর কলেজের মধ্যেই, তারপরের বছর অন্য কলেজে আর শেষ বছর আবার কলেজে। স্কুল-কলেজে চুটিয়ে প্রেম করেছি। প্রেমিক মানুষ এমনিতে। তাই প্রেমের মধ্যে দিয়ে গিয়েছে।’

বর্তমানে কি মনের মানুষ পেয়েছেন অভিনেতা? অর্কপ্রভর কথায়, ‘এখন এই মুহূর্তে প্রেমে নেই। আশা করছি ভবিষতে ঠিক কোনও না কোনও দিন প্রেমে পড়ে যাব।’

এই ধারাবাহিকে সম্পূর্ণ একটা নতুন জুটি পেতে চলেছেন দর্শক। এরআগে ‘তোমাদের রাণী’, আর ‘দুই শালিখ’-এর জুটি খুব জনপ্রিয় হয়েছিল। সেক্ষেত্রে এই নতুন জুটি দর্শকের কেমন লাগবে? অর্কপ্রভর কথায়, ‘তোমাদের রানীর জুটিটা নতুন প্রজন্মকে আকর্ষণ করেছিল, তাই সেটা প্রচন্ড জনপ্রিয় হয়ে ওঠে। আর দুই শালিখের ক্ষেত্রে একজন গরীব ছেলে সঙ্গে অত্যাচারিত মেয়ের রসায়ন দর্শকদের ভালো লেগেছিল। তবে দর্শকদের কাছে ‘কম্পাস’-এর জুটি বেশ আগ্রহের বস্তু হবে, তা বলতে পারি।