চুপিসারে বিয়ের সারলেন পর্দার ‘লখিন্দর’ অর্কজ্যোতি পাল চৌধুরী

অর্কজ্যোতি পাল চৌধুরী

‘বেহুলা-লখিন্দর’ জুটির কথা মনে পড়ে? সেখানে লখিন্দরের ভূমিকায় ছিলেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। একসময় লখিন্দরের চরিত্রে অভিনয় দিয়েই টেলিভিশনের পর্দায় জনপ্রিয়তা পেয়েছিলেন এই অভিনেতা। এই সময় পর্দায় বেহুলা লখিন্দরের ভূমিকায় অর্কজ্যোতি- পায়েলের জুটি আজও পর্দায় স্মরণীয়।

তবে এবার রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে মনের মানুষের গলায় মালা দিলেন অর্কজ্যোতি। চুপিসারে বিয়ে সারলেন অভিনেতা। জানা যাচ্ছে, তাদের এক বান্ধবী সম্প্রতি নবদম্পতির ছবি শেয়ার করে লেখেন, ‘লখিন্দরের লক্ষ্মীলাভ,শুভেচ্ছা অর্ক ও রাই’।

ছবিতে অর্কজ্যোতির পরনে সাদা সুট, পাশে কনের বেশে তার স্ত্রী। দুজনের গলায় গোলাপের মালা। ছবি দেখে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা। যদিও অর্কজ্যোতি নিজে এখনও এই বিষয়ে কিছু জানাননি।

অর্কজ্যোতি পাল চৌধুরী
সুত্রঃ টলিগসিপ

‘বেদের মেয়ে জোৎস্না’, ‘রেশম ঝাঁপি সহ বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে ‘রকেট’ চরিত্রে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অর্কজ্যোতি। অন্যদিকে সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকেও ‘রেয়ান’ নামক নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অর্কজ্যোতি।

সুত্রঃ https:// tollygossip. com /