বাগদান সারলেন পর্দার ‘লখিন্দর’ অর্কজ্যোতি পাল চৌধুরী, পাত্রী কে?

 অর্কজ্যোতি পাল চৌধুরী

বাগদান সারলেন ‘বেহুলা লখিন্দর’ ধারাবাহিকের লখিন্দর অর্কজ্যোতি পাল চৌধুরী। যাকে বর্তমানে জি বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে দেখছেন দর্শক। আনন্দী ছাড়াও সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকেও নেতিবাচক চরিত্রে কাজ করছেন অভিনেতা।

সম্প্রতি চুপিসারে বাগদান সারলেন অর্কজ্যোতি। অভিনেতার বাগদানে হাজির হয়েছিলেন শ্রীমা ভট্টাচার্য, ঋত্বিক মুখোপাধ্যায়, প্রত্যুষা পাল সহ আরও টলি ইন্ডাস্ট্রির অনেকেই। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের পাশে নিয়ে মনের মানুষের সাথে আংটি বদল করলেন অর্কজ্যোতি।

তবে জানেন কি? অভিনেতার মনের মানুষটি আসলে কে? সোশ্যাল মিডিয়ার দরুন জানা যায়, অর্কজ্যোতির মনের মানুষটির নাম দেবশ্রী পাল। যিনি অভিনয় জগতের সাথেই যুক্ত পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় সদস্য। এরআগে অন্তরালে, মায়াজালের খেলা-র মতো সিনেমায় কাজ করেছেন অর্কজ্যোতি ঘরণী দেবশ্রী।

 অর্কজ্যোতি পাল চৌধুরী
সুত্রঃ হিন্দুস্থান টাইমস বাংলা

 

এদিন এনগেজমেন্ট পার্টিতে সাদা ব্লেজার, শার্ট ও ট্রাউজারে সেজেছিলেন অর্কজ্যোতি, অন্যদিকে নতুন কনের পরনে ছিল সোনালি রঙের জর্জেটের শাড়ি।

এদিন শ্রীমা ভট্টাচার্য তার ইনস্টাগ্রামে অর্কজ্যোতির বাগদান অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করে লেখেন, ‘ভালোবাসা তার পথ খুঁজে নেয়… আমার প্রাক্তন হিরোকে শুভেচ্ছা তার রিয়েল লাইফ হিরোইন খুঁজে পাওয়ার জন্য। আর বাগদানের জন্য। ভালোবাসা, শুভচ্ছা আর আশীর্বাদ একসঙ্গে একটা খুব সুন্দর ভবিষ্যতের জন্য।’