একটা সময় ছিল যখন বাংলা ধারাবাহিক নিয়ে এত ট্রোলড হত না। কারণ তখনকার ধারাবাহিকগুলির মানই আলাদা ছিল। আজকালকার মতো এত আজগুবি দৃশ্য বা অবাস্তব কাহিনী ছিল না। ঠিক তেমনি একটি ধারাবাহিক ছিল জি-বাংলার ‘বয়েই গেল’। নয় বছর আগে এই কমেডি ধারাবাহিকটি শীর্ষস্থানে ছিল। ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল নেটিজেনদের কাছ থেকে।
এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা রোহিত সামন্ত এবং অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি। অর্জুন এবং কৃষ্ণা রসায়ন আজও দর্শকের মনে তাজা। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ছোটপর্দায় এই দুজনকে আর তেমনভাবে দেখা যায়নি। যদিও অর্জুন ওরফে অভিনেতা রোহিত সামন্ত তারপর ফিরেছিলেন স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে। শ্রীময়ী’র ছেলে জাম্বোর চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকে তাঁর চরিত্রটি নেগেটিভ চরিত্র ছিল। যদিও এরপর এখনও পর্যন্ত কোনও ধারাবাহিকে আর কামব্যাক করেননি অভিনেতা।
শোনা যাচ্ছে, শ্রীময়ী ধারাবাহিক চলাকালীন নাকি নতুন যাত্রায় পা রেখেছিলেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজে নেমেছেন রোহিত। এমনকি স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকটির প্রযোজক রোহিত। প্রযোজনা সংস্থার নাম মিসিং ক্রুজ। এসভিএফ এর ওয়েব সিরিজের প্রযোজনা করছেন তিনি। তাই এই মুহূর্তে এই কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত এখন। তবে আর তাঁকে ধারাবাহিকে দেখা যাবে কিনা তা স্পষ্ট নয়।