আসছে অর্জুন চক্রবর্তীর নতুন ধারাবাহিক ‘নয়নতারা’, প্রকাশ্যে ধারাবাহিকের নতুন প্রোমো

নয়নতারা

অভিনেতা অর্জুন চক্রবর্তীকে ছোটপর্দায় শেষবারের মত দেখা গিয়েছিল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে। এরপর আর ছোটপর্দায় তাকে দেখা যায়নি। বাংলা সিরিয়ালের হাত ধরেই নিজের ক্যারিয়ার শুরু করেন। এরপর টলিউডে নিজের নাম প্রতিষ্ঠা করেন।

তবে এবার ফের ছোটপর্দায় ফিরে এলেন নতুন ধারাবাহিক নিয়ে। না বাংলা নয়, হিন্দি সিরিয়ালের দেখা যাবে অর্জুনকে। কালার্স টিভি নতুন এক ধারাবাহিকে নায়কের চরিত্রে দেখা মিলবে অর্জুনের।

হিন্দি সিরিয়ালের হাত ধরেই বলিউডে ডেবিউ করলেন। অর্জুনের অভিনীত হিন্দি সিরিয়ালের নাম ‘নয়নতারা’। ইতিমধ্যে সেই প্রোমো প্রকাশ পেয়েছে অফিশিয়াল পেজে। প্রোমো অর্জুনকে বরের বেশে দেখতে পাওয়া গেল আর নায়িকাকে কনের বেশে।

 

View this post on Instagram

 

A post shared by ColorsTV (@colorstv)

এটি একটি পারিবারিক ড্রামা। কলকাতার বনেদি বাড়ি থেকে হাওড়া ব্রিজের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে। অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা মিলবে হিন্দি সিরিয়ালের জনপ্রিয় নায়িকা শ্রুতি বিস্তকে।