অপেক্ষার অবসান! বহু বছর পর পর্দায় ফিরছেন অরিত্র দত্ত বণিক

অরিত্র দত্ত বণিক

শিশুশিল্পী হিসাবে একসময় পর্দায় দারুণ জনপ্রিয় ছিলেন অরিত্র দত্ত বণিক। ডান্স বাংলা ডান্স-এর সঞ্চালনা থেকে শুরু করে বাংলা ছবি, বরাবরই দর্শকের নজর কেড়েছে অরিত্র। সেই ছোট্ট অরিত্র এখন আর ছোটটি নেই। বেশিরভাগ সময় ক্যামেরার পিছনেই কাজ করে সে। সমাজমাধ্যমে দারুণ পরিচিত সে। তাই নেটিজেনরাও তার পর্দায় ফেরার অপেক্ষায় ছিলেন এতদিন।

বহু বছর পর আবারও ক্যামেরার সামনে নতুন চমক নিয়ে আসতে চলেছে অরিত্র। এক মহিলা সাংবাদিকের সত্যান্বেষণ নিয়ে অদিতি রায় তৈরি করছেন ‘অনুসন্ধান’। হইচই-এর এই আগামী সিরিজেই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরিত্রকে।

এই সিরিজে উঠে আসবে কারাগারে থাকা এক অন্তঃসত্ত্বা নারীর কাহিনি। মুখ্য চরিত্রে থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর আগেই মুক্তি পেতে চলেছে এই সিরিজ।

এই প্রসঙ্গে আজকাল ডট ইন কে অরিত্র জানান, ‘দর্শক এতদিন আমায় ফাজিল ছেলে হিসাবেই পর্দায় দেখেছেন। তবে এবার পুরোপুরি অন্য ধরনের একটি চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি। অভিনেতা হিসাবে এমনই এক চরিত্রের অপেক্ষায় ছিলাম‌। আশা করি, দর্শককে নতুন কিছু উপহার দিতে পারব।’

অরিত্র দত্ত বণিক