‘দশ বারো বছর আগে খুব আক্ষেপ হত…’, কাজ না পাওয়ায় আক্ষেপের সুর অরিন্দম হালদারের কন্ঠে

অরিন্দম হালদার

ধারাবাহিকের জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাদের অভিনয় দর্শকের মনে দাগ কাটলেও সময়ের সাথে সাথে নতুনদের ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে তারা। আর সেই তালিকার মধ্যে থেকেই উঠে আসল অভিনেতা হলেন অরিন্দম হালদারের নাম। যাকে ইন্ডাস্ট্রিতে সকলে লা মা হালদার নামেই চেনেন।

একসময় বড়পর্দা ছোটপর্দা সব ক্ষেত্রেই অভিনেতার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তবে বেশিরভাগ ক্ষেত্রে কমেডি চরিত্রেই দেখা মিলেছে তার। সম্প্রতি পর্দাতে আর দেখা মেলে না অভিনেতার। তবে কি বিনোদন জগতকে বিদায় জানালেন অভিনেতা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অভিনেতা। অরিন্দমের কথায়, ‘আমি এখনো অভিনয় করতে পারি। ভালো চরিত্র পেলে অবশ্যই কাজ করব। প্রযোজক পরিচালকরা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে অবশ্যই আমি আছি। আসলে সব সময় পরিচালক প্রযোজকদেরও দোষ থাকে না। তাদেরও অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রীদের নাম মাথা থেকে বেরিয়ে যায়।’

অভিনেতা আরও বলেন, ‘তাছাড়া আমার পিআর খুব খারাপ। আমি ঘরে থাকতে ভালোবাসি। ভীষণ ঘরকুনো, ওতো আড্ডা মারি না কারো সাথে। তাই জন্য খুব একটা বেশি প্রচার নেই। কিন্তু তাতে আমার কোন আক্ষেপ নেই। দশ বারো বছর আগে খুব আক্ষেপ হত। কিন্তু এখন সবাইকে নিজের মত ছেড়ে দিয়েছি যেভাবে পারে ভালো থাকুক।’