বাংলা সিরিয়াল অথবা বাংলা সিনেমার অভিনেত্রী মানেই ছিপছিপে চেহারা, সুন্দরী হতে হয়। এই প্রবাদ যেন যুগের পর যুগ চলে এসেছে ইন্ডাস্ট্রিতে। কিন্তু কে বলে মোটা হলে অভিনেত্রী হওয়া যায়না? এই চিন্তাধারাকেই পাল্টে দিয়েছেন যেসব শিল্পীরা তাদের মধ্যেই একজন হলেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। যাকে আপনারা জি-বাংলার ‘নিম ফুলের ধারাবাহিকে’ শাশুড়ি মার চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন।
বলাই বাহুল্য, নিম ফুলের মধু’র জনপ্রিয়তার পিছনে অরিজিতার অবদান অনেক বড়। যেভাবে পর্দায় শাশুড়ির চরিত্রটি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই প্রশংসনীয়। তাই তো ছোটপর্দার সকলকে হারিয়ে সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেলেন অরিজিতা।
Tv9 বাংলার ‘ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড ২০২৪’-এ পাঁচ অভিনেত্রীর মধ্যে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন অরিজিতা মুখোপাধ্যায়। কার কাছে কই মনের কথা সিরিয়ালের পুতুল, ফুলকি সিরিয়ালের পারমিতা , নুরাগের ছোঁয়া সিরিয়ালের মিশকা, গীতা এল এল বি সিরিয়ালে গিনি-কে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন ‘নিম ফুলের মধু’র কৃষ্ণা।