ফের মায়ের চরিত্রে ছোটপর্দায় ফিরলেন অরিজিতা মুখোপাধ্যায়, কোন সিরিয়ালে?

অরিজিতা মুখোপাধ্যায়

ছোটপর্দায় একজন জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। যিনি নিম ফুলের ধারাবাহিকের হাত ধরে তুমুল জনপ্রিয়তা পান। এর আগেও একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তবে নিম ফুলের মধু যেন খ্যাতি দ্বিগুণ বাড়িয়ে দেয়।

এরপরে তেঁতুল পাতায় ক্যামিও চরিত্রে দেখা মেলে তার। তবে কৃষ্ণা চরিত্রে রেশ এখনো কাটেনি। তাই ফের মায়ের চরিত্রে ছোটপর্দায় ফিরলেন অরিজিতা।

আজ থেকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যাবে তাকে। সোনার বর অর্থাৎ রুডির মায়ের চরিত্রে অভিনয় করবেন অরিজিতা। চরিত্রের নাম কুন্তলা কুমার। আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘চরিত্রের দিক থেকে বিচার করলে এটা ক্যামিও নয়। এর অনেকখানি প্রভাব পড়বে গল্পে। আশা করছি দর্শকদের আলোচনাতেও আসতে পারব। ওঁরা খুব পছন্দও করবেন।’