সমবয়সী হলেও পর্দায় মায়ের চরিত্র! প্রাণের প্রিয় বাবুকে মিস করছেন অরিজিতা, রুবেল কে নিয়ে কি বললেন অভিনেত্রী?

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

টানা ২ বছরের লম্বা জার্নি। একসাথে শুটিংয়ে আড্ডা, একসাথে খাওয়া, খুনসুটি কি এতজলদি ভুলে যাওয়া যায়? ভুলতে পারছেন না নিম ফুলের মধু’র কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

শুটিং শেষ হয়ে যাওয়ার পর থেকে সকলকে মিস করছেন অভিনেত্রী। ছেলে, ছেলে বৌমা সহ গোটা দত্ত বাড়ির লোকজন, টেকনিশিয়ান, ক্যামেরার পিছনে সবাইকে যেন খুব মিস করছেন অভিনেত্রী।

একরাশ মনখারাপ নিয়ে সেই প্রসঙ্গেই এই সময় অনলাইনকে জানালেন বাবুউউ এর মা। পর্দায় রুবেল মায়ের চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। দর্শকমহলে মা আর ছেলের জুটি যেন আলাদা ক্রেজ রয়েছে। পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে রুবেল তার সময়বয়সী।

ছেলের সঙ্গে আর রোজ দেখা হবে না। অনস্ক্রিন ছেলেকে কতটা মিস করছেন কৃষ্ণা? এই প্রসঙ্গেই এই সময় অনলাইনের দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,  ‘রুবেল আর আমি খুব ভালো বন্ধু। দু’জনের চুটিয়ে আড্ডাও হয়। শুটিংয়ের শেষ দিন ও একটু আগেই বেরিয়ে গিয়েছিল। কিন্তু পরে ফোন করে আমাদের সকলের সঙ্গে কথা বলে। আসলে একটা বিষয় আমি মনে করি অভিনেতা অনেকেই ভালো হয়, কিন্তু সহ-অভিনেতা সকলে ভালো হতে পারে না। দুটোর মধ্যে পার্থক্য আছে। রুবেল নিঃসন্দেহে এখনও পর্যন্ত আমি যত কাজ করেছি ও দশজনের মধ্যে প্রথম পাঁচে থাকার মতো একজন সহ-অভিনেতা।’

‘রুবেলের সঙ্গে এই চরিত্রটায় অভিনয় করতে এত সুবিধা হওয়ার পিছনে আমাদের বন্ধুত্ব অনেকাংশে ভূমিকা পালন করেছে। সমবয়সি হওয়ায় যখন যা দরকার নির্দিধায় ওঁকে বলেছি। পেশাগত যে কোনও বিষয়ে ও এতটাই গাইড করেছে বলার কথা নয়। আসলে রুবেল তো আমার থেকে ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র। ফলে সুবিধাও হয়েছে। মায়ের সঙ্গে বাবুর এই সম্পর্ক, এত ভালো রসায়ন দু’জনের যৌথ প্রচেষ্টার ফল। একা তো কেউ কোনও চরিত্র হয়ে উঠতে পারে না। বাবুর মা হওয়ার জন্য বাবুকেও প্রচুর কনট্রিবিউট করতে হয়েছে।’

সূত্রঃ https://eisamay . com/entertainment/neem-phooler-madhu-serial-completed-its-journey-actress-arijita-mukhopadhyay-shares-her-bonding-with-rubel-das-and-pallavi-sharma/200352720.cms