
শুধু বাংলায় নয়, বিশ্বের দরবারে আরও একবার নিজেকে প্রমাণ করলেন অরিজিৎ সিং। বাংলা, হিন্দি, আধুনিক কিংবা রবীন্দ্র সঙ্গীত সব গানই গায়কের কন্ঠে মন ছুঁয়ে যায় আপামর শ্রোতাদের। তবে এবার সঙ্গীতশিল্পীর মুকুটে জুড়ল নতুন পালক। সমস্ত আন্তর্জাতিক পপ আইকনদের পেছনে ফেলে বাংলার বুকে নতুন ইতিহাস গড়লেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ।
স্পটিফাই এমন একটি মিউজিক অ্যাপ, যেখানে শ্রোতারা সমস্ত ধরনের সমস্ত ভাষার গান শুনতে পারেন। আর এই স্পটিফাই অ্যাপেই অরিজিৎ সিং-এর ফলোয়ার্স সংখ্যা ছুঁয়েছে ১৫১ মিলিয়ন। আরও একবার বিশ্বের সমস্ত শ্রোতাদের কাছে নজির গড়ল অরিজিৎ।
দ্বিতীয় স্থানে রয়েছেন আমেরিকান সুপারস্টার টেলার সুইফট, যার ভক্ত সংখ্যা ১৩৯.৬ মিলিয়ন। তৃতীয় স্থানে রয়েছেন এড শিরান, যার ভক্ত সংখ্যা ১২১ মিলিয়ন।
View this post on Instagram