‘অরিজিৎ-এর গান এত খারাপ যে, শোনা যায় না’, বিস্ফোরক জনপ্রিয় বর্ষীয়ান গায়িকা অনুরাধা পড়োয়ালের

অনুরাধা পড়োয়াল

অরিজিৎ সিং যার গানে পুরো দেশ পাগল। যার গান শুনে মানুষ কেঁদে ফেলে আবার যার গান শুনে মানুষ প্রেমের জোয়ারে ভেসে যায়। যারা গানে গোটা বিশ্ব মাতোয়ারা, তার গানই নাকি একেবারেই পছন্দ নন বর্ষীয়ান সংগীতশিল্পী অনুরাধা পড়োয়ালের।

এক সাক্ষাৎকারে এমনি বিস্ফোরক মন্তব্য করে বসেন এই বর্ষীয়ান সংগীতশিল্পী। আশির দশক থেকে নব্বই দশক পর্যন্ত একটানা গেয়েছেন সংগীতশিল্পী অনুরাধা পড়োয়ালের। সেই সময় তিনি একজন জনপ্রিয় শিল্পী ছিলেন।

২০১৪ সালে মুক্তি পায় ‘হেট স্টোরি ২’। এই ছবিতে জনপ্রিয় ‘আজ ফির তুম পে…’ এর রিমেক ভার্সন গান অরিজিৎ সিং। তার গলায় এই গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন পুরো বিশ্ব। আজও সেই গান অরিজিৎ-এর এই গানটি শ্রোতারা শুনে থাকেন।

গায়িকা অনুরাধা পড়োয়াল

১৯৮৮ সালে ‘দয়াবান’ ছবিতে  ‘আজ ফির তুম পে প্যায়ার’ গানটি গেয়েছিলেন অনুরাধা এবং পঙ্কজ উধাস। ২৬ বছর পর এই গানটির রিমিক্স ভার্সন গাওয়ানো হয় অরিজিৎ-কে দিয়ে।

এই গান নিয়েই সমালোচনা করেন বর্ষীয়ান সংগীতশিল্পী অনুরাধা পড়োয়াল। বর্ষীয়ান গায়িকার মতে, “অরিজিৎ এর গানটি এতটা খারাপ, যে শুনতে পারেননি তিনি। গানটি এতটাই জঘন্য তিনি কেঁদে ফেলেছিলেন। এরপর নাকি নিজের গাওয়া পুরনো গানটি একাধিক বার শুনে শান্তি পান”। জনপ্রিয় শিল্পীর এই মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল সৃষ্টি হয়েছে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here