কেরিয়ারের মধ্যগগণে এসে সদ্যই প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করেছেন অরিজিৎ সিং। কিন্তু কেন? এই কেনর উত্তর খুঁজতে ইতিমধ্যেই বিস্তর জল্পনা শুরু হয়েছে সমাজমাধ্যমে। এরপর কোন পথে হাঁটতে চলেছেন জনপ্রিয় গায়ক? ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, এবার নাকি গান নয়, সিনেমা বানানোর দিকেই মন দিয়েছেন অরিজিৎ। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন অরিজিৎ। আর সেই ছবি নিয়েই এবার বড় চমক প্রকাশ্যে এল।
নবভারত টাইমস-এর খবর অনুযায়ী, অরিজিৎ সিংয়ের প্রথম পরিচালিত ছবিতে অভিনয় করতে পারেন তারই ছেলে। বয়স ১৮ পেরোবার আগেই বাবার পরিচালিত সিনেমায় বড় ছেলে। বিপরীতে জুটি বাধছে কোন নায়িকা? জানা যাচ্ছে, বিপরীতে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকির মেয়ে শোরাকে।
আপাতত জানা গিয়েছে অরিজিৎ সিংয়ের এই ছবিটি জঙ্গলের অ্যাডভেঞ্চারের উপর ভিত্তি করে বানানো হবে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় নওয়াজউদ্দিন সিদ্দিকি নিজেও থাকবেন।
অরিজিৎ সিংয়ের এই ছবির স্ক্রিপ্ট লিখেছেন তার স্ত্রী কোয়েল। জানা গিয়েছে গোটা ভারতেই মুক্তি পাবে ছবিটি। এটির প্রযোজনা করছেন অরিজিৎ সিং, কোয়েল সিং এবং মহাবীর জৈন। মুক্তি পাওয়ার আগে একাধিক ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি দেখানো হতে পারে বলেই রিপোর্টে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

