বাঙালীর জয়জয়কার! টেইলর স্যুইফটকে হারিয়ে নতুন বিশ্বরেকর্ড অরিজিৎ সিংয়ের

অরিজিৎ সিং

বহুদিন আগেই গোটা বাংলা সহ দেশের বাইরেও গায়ক অরিজিৎ সিং এর জনপ্রিয়তা মন ছুঁয়েছে গোটা বিশ্ববাসীর। এমনকি দেশের ভিন্ন প্রান্তে হওয়া মিউজিক কনসার্ট গুলোতেও অরিজিৎ সিং এর গান শোনার জন্য উপছে পরে তার ভক্তদের ঢল।

তবে এবার গায়কের টুপিতে নতুন পালক। সম্প্রতি বিশ্ব বিখ্যাত তারকা টেলর সুইফট (Taylor Swift) কে ছাপিয়ে, জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’ (Spotify) তে সবচেয়ে বেশি অনুরাগী সম্পন্ন সঙ্গীতশিল্পীর তালিকার শীর্ষে নাম লেখালেন বাঙালি গায়ক অরিজিৎ সিং।

সারা পৃথিবীর শ্রোতাদের নিরিখে টেলর সুইফটকেও ছাপিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং। এই মিউজিক প্ল্যাটফর্মে অরিজিৎ সিংহের মোট ফলোয়ার সংখ্যা ১১৭.২ মিলিয়ন, যা স্যুইফটের থেকে ২১ হাজার বেশি। যদিও মাসিক শ্রোতার নিরিখে টেইলর এর অনুরাগীর সংখ্যা ১১৭.১৭ মিলিয়ন। আর এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ব্রিটেনের এড শিরান। তার অনুরাগীর সংখ্যা ১১৫.০১ মিলিয়ন।

অন্যদিকে চলতি মাসের শুরুতেই অসুস্থতার কারণে অনুষ্ঠান বাতিল করেন অরিজিৎ সিং। আর সেই কথা জানাতে সমাজ মাধ্যমে অরিজিৎ জানিয়েছিলেন, “আমার প্রিয় অনুরাগীরা.. খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কিছু শারীরিক সমস্যা রয়েছে। অগাস্ট মাসে আমাদের কনসার্টগুলোর দিন পরিবর্তন করতে হচ্ছে। আমাদের পারফরম্যান্সের জন্য আপনারা যে কতটা অধীরভাবে অপেক্ষা করেন সেটা আমি জানি। আপনাদের যদি এতে কোনোরকম সমস্যা হয়ে থাকে, তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।”