কথায় আছে, একটাই তো মন কতবার জিতবেন? এই কথাটা যেন একেবারে উপযুক্ত জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর ক্ষেত্রে। গোটা বিশ্ব জুড়ে তার যা জনপ্রিয়তা, তাতে একটু অহংকার হওয়া স্বাভাবিক। সেই জায়গায় দাঁড়িয়ে বিন্দুমাত্র অহংকার নেই তার মধ্যে বরং মাটির মানুষ অরিজিৎ সিং।
জিয়াগঞ্জে এই গায়ককে মাঝেমধ্যেই দেখা যায়। কিন্তু তাকে বরাবর মানুষ দেখে মুগ্ধ হয়েছেন। সেলিব্রেটি নয় বরং গ্রামের মানুষ তাকে একজন সাধারণ মানুষের মতো করেই পায়। তার পোশাক-আশাকে কোনও বিলাসিতার ছাপ নেই। এমনকি নিজের ছেলেকে কোনও দামি স্কুলে নয় গ্রামের স্কুলেই ভর্তি করিয়েছেন।
গ্রামের মানুষের জন্য স্কুল আবার কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বরাবর মানুষের মন জিতে নিয়েছেন অরিজিৎ। আবারও মানুষের মন জয় করলেন নিজের কাজের মাধ্যমে। সম্প্রতি গ্রামের মানুষের জন্য একটি উদ্যোগ নিয়েছেন তিনি। গায়কের বাবা জিয়াগঞ্জে ‘হেঁশেল’ নামে একটি হোটেল চালাতেন। পরবর্তীকালে সেই হোটেল চালানোর দায়িত্ব নিয়েছেন অরিজিৎ।
গ্রামের মানুষের জন্য হোটেলের ভিতরটি সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন। এই হোটেলে মাত্র ৩০ টাকায় গ্রামের মানুষের জন্য খাবার ব্যবস্থা রেখেছন তিনি। ভাতের থালি শুরু মাত্র ৩০ টাকায়। এছাড়াও চিকেন, মাটন, পনিরের নানান খাবার। শুধু থালি নয়, রয়েছে তন্দুরি, টিক্কা ও কাবাবও। তার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।