মুর্শিদাবাদের গৌরব! পদ্মশ্রী পাচ্ছেন বাংলার গর্ব অরিজিৎ সিং

অরিজিৎ সিং

ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং। বিশেষ করে বাংলার গর্ব জিয়াগঞ্জ তথা মুর্শিদাবাদের এই ছেলে। ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন গায়ক।

অরিজিত সিংহয়ের পদ্মশ্রী পাওয়ার খবরে ইতিমধ্যে ভাইরাল। খুশি আমজনতাও। দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পাওয়া আনন্দিত গায়কের ভক্তরা। নিজের দক্ষতায় তিনি আজ সকলের ঘরের মানুষ। গোটা বিশ্বের কাছে তিনি স্বপ্নের গায়ক।

অরিজিত সিংহের গান মানেই তো আলাদা আবেগ। তিনি কণ্ঠে এমন জাদু রয়েছে যে ভাঙা মন নিমিষে সারিয়ে তুলতে পারেন। জনপ্রিয়তার উচ্চ শিখরে পৌঁছেও তিনি কিন্তু মাটির মানুষ।  জিয়াগঞ্জে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই তার জীবন সাদামাটা। তিনি গোটা দেশের এত বড় একজন গায়ক তাকে দেখলে কেউ মনেই করবেন না।

তার সরল মন এবং ম্যাজিক কণ্ঠে মুগ্ধ আট থেকে আশি। এবার সেই প্রিয় গায়কের ঝুলিতে এত বড় সম্মান তাইতো অরিজিতে গর্বিত বাংলা।