হাতে মাত্র ৬ মাস। রানাঘাট ছোট কন্যা অস্মিকাকে সুস্থ করতে দরকার একটি মাত্র ইনজেকশন। যার দাম প্রায় ১৬ কোটি টাকা। বিরল রোগে আক্রান্ত অস্মিকা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম ‘স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি’।
স্টেশনের কাছে স্বামী বিবেকানন্দ সরণির দাসপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাস ও লক্ষ্মী দাস তাদের ছোট মেয়েকে সুস্থ করে তুলতে সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইছে নিরুপায় বাবা মা।। গত জানুয়ারি মাসেই তাদের কোল আলো করে আসে একরত্তি কন্যা। কিন্তু চার মাস বয়সে তারা জানতে পারেন তাদের মেয়ে বিরল রোগে আক্রান্ত।
মধ্যবিত্ত পরিবারে চিকিৎসার জন্য এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই বাধ্য হয়েই সোশ্যাল মিডিয়ায় সাহায্যের অনুরোধ। এগিয়ে এসেছেন প্রচুর মানুষ। রুপম ইসলাম, কৈলাস খের মতো তারকারা। তবে ১৬ কোটি টাকা এখনো জোগাড় হয়নি।
মেয়ের চিকিৎসার জন্য তার বাবা-মা নামীদামী তারকাদের কাছে সাহায্য চেয়েছেন। কিছু সেলিব্রেটি এগিয়ে এলেও কথা রাখেননি দেব।
দেব কথা না রাখলেও এগিয়ে এলেন গায়ক অরিজিৎ সিং। তিনি আগেই জানিয়েছিলেন অস্মিকার পাশে দাঁড়াবেন তিনি। আর কথা মতোই কাজ। অস্মিকার চিকিৎসার জন্য নীরবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গায়ক। নেটিজেনরা বলছেন অরিজিৎ আসলেই প্রকৃত মানুষ।
সুত্রঃ https://binodonxp . com/entertainment/tollywood/arijit-singh-helped-in-the-treatment-of-a-child-23900