করোনা আবহে শহরের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে অভিযোগ উঠছে, সেখানে গ্রামের পরিস্থিতি হয়তো আরও খারাপ। সেই কথায় মাথায় রেখেই এবার গ্রামের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। গ্রামের চিকিৎসা পরিষেবা উন্নয়নে নতুন উদ্যোগ নিলেন গায়ক।
কিছুদিন আগে অরিজিৎ সিং ফেসবুক পাতায় একটি অনলাইন কনসার্ট চালু করেছিলেন। এই কনসার্ট থেকে উঠে আসা অনুদান পুরোটা গ্রামের চিকিৎসা ব্যবস্থা খাতে দেওয়া হবে বলে জানান অরিজিৎ।
এই টাকায় গ্রামের হাসপাতালগুলির জন্য এমআরআই, সিটি স্ক্যান-এর মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কেনা হবে। নিজের অনুরাগীদের অনুরোধ সাধ্যমতো দান করতে। এই কনসার্ট থেকে ৭৭ লক্ষ ৬৮ হাজার ৪১ টাকা উঠেছেন। এই পরিস্থিতিতে এমন উদ্যোগের জন্য কুর্নিশ জানিয়েছেন সকলে।