রানাঘাটের ছোট শিশু অস্মিকা বিরল রোগে আক্রান্ত। তাকে বাঁচাতে দরকার ১৬ কোটি টাকার একটি ইনজেকশন। জোগাড় হয়েছে মাত্র ৭ কোটি। তবে মাঝে আচমকাই সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছিল অস্মিকার চিকিৎসায় হাত বাড়িয়ে দিয়েছিলেন গায়ক অরিজিৎ সিং। চারিদিকে সেই খবরই রটে ছিল। সত্যিই কি অরিজিৎ সিং টাকা দিয়েছেন। এবার সামনে এলো আসল সত্য।
সম্প্রতি অভিনেতা সায়ক চক্রবর্তী তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে সায়ক এবং ইউটিউবার প্রেরণা রয়েছে অস্মিকার সাথে। সাহায্যের হাত এগিয়ে দেওয়ার জন্য আর্জি জানাচ্ছেন অনুরাগীদের। আর সায়কের ভিডিওতে অস্মিকার বাব কিছু সত্য কথা তুলে ধরলেন।
সায়কের ভ্লগে অস্মিকার বাবা জানান, ‘অনেকের একটা ভুল ধারণা হয়েছে। অনেকে ভাবছে বড় বড় শিল্পী, যেমন অরিজিৎ সিং স্যার আমাদের সাহায্য করেছে। সেটা করেনি। কিছু পেজ আছে যারা ভুলভাবে এই খবরটা রটিয়েছে যে অরিজিৎ সিং আমাদের সাহায্য করেছে। বা ওর ট্রিটমেন্টের জন্য টাকা দিয়েছে। তোমার ভিডিয়োর মাধ্যমে আমি তো চাইব এই বার্তাটা ওঁনার কাছে যাক, অরিজিৎ সিং যদি আমাদের সাহায্য করেন তাহলে তো খুবই ভালো। কিন্তু এখনও পর্যন্ত এমন কোনও আশ্বাস বা মেসেজ আমাদের কাছে আসেনি’।
তবে অস্মিকার বাবা এবং সায়কের বিশ্বাস এই খবরটি অরিজিৎ সিংয়ের কাছে পৌঁছালে তিনি অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। অস্মিকার প্রতি মাসে ওষুধের দাম প্রায় ৬ লক্ষ টাকা। এদিকে বিরল রোগের ইনজেকশনের দাম ৯ কোটি টাকা, যেটা আনতে হবে আমেরিকা থেকে। আনার খরচ, ট্যাক্স সবকিছু মিলিয়ে ১৬ কোটি দাঁড়াবে। এদিকে অস্মিকার জন্মের দুই বছরের মধ্যে সেই ইনজেকশনটি তাকে দিতে হবে। তাই খুব বেশি সময় নেই, দুশ্চিন্তাতেই রয়েছেন খুদের বাবা-মা।