‘অরিজিৎ তো রামপ্রসাদ বা আমার বাবার মতো হতে পারবে না’, অরিজিৎ সিংয়ের রামপ্রসাদী গান নিয়ে বিরক্ত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়

শ্রীকুমার চট্টোপাধ্যায়

সদ্য মুক্তি পেয়েছে ‘মানবজমিন’ ছবি। ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় গায়ক অরিজিৎ সিংয়ের গাওয়া রামপ্রসাদী গান ‘মন রে কৃষিকাজ জানো না’। যা এখন মানুষের মুখে। এই গানটি শ্রোতারা ভালোবাসলেও খুশি নন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

অরিজিৎ সিংয়ের গাওয়া রামপ্রসাদী গান নিয়ে বিরক্ত প্রকাশ করেছন শ্রীকুমার চট্টোপাধ্যায়। একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার তিনি জানিয়েছেন, “‘কেন এই গান গাইতে হল? ৩০০ বছরের পুরোনো গান তো, এ তো আস্তাকুঁড়ে ফেলে দেওয়ার জিনিস। নতুন তো তৈরি করতে পারেনি’।

অরিজিৎ সিং-কে নিয়ে তিনি জানান, “সে সুরে গায় এইটুকুুই বলব। সে তো আর রামপ্রসাদ হবে না, পান্নালাল ভট্টাচার্য সে হবে না। আমার বাবার মতো হবে না। কিংবা অরিজিৎ যদি অজয় চক্রবর্তী হতে চায় তাহলেও পারবে না’।

এমনকি শ্রীকুমার চট্টোপাধ্যায় মন্তব্য করেন, “গিটার হাতে তুলে নিলেই সকলে কবীর সুমন হতে পারে না। এরপর শিলাজিৎকে নিয়ে বলেন, সে তো গায়কই নয় আমার কাছে। এমনিতেও সে আজকাল গানের জগতে রয়েছে কোথায়? সিনেমা করছে, থিয়েটার করছে’।

সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়ের এরকম মন্তব্য একদমই সমর্থন করেন না নেটিজেনরা বরং একজন সঙ্গীতশিল্পীর মুখে এই ধরনের বক্তব্য শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।

1 Comment

  1. It’s not about quality it’s about passion
    আর arijit Singh গানটা মন থেকে করে তাই আজ সে এতদূরে পৌঁছেছে। রামপ্রসাদ আর অরিজিৎ সিং দুজন দুই প্রজন্মের লোক তাদের মধ্যে তুলনা মানায় না।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here