গায়িকা দেবলীনা নন্দীর আত্মহত্যা ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। বিগত কয়েকদিনে দেবলীনা যেন ব্লগারদের কনটেন্ট হয়ে উঠেছে। এসবের মাঝে নাম জড়িয়েছে অভিনেতা সায়ক চক্রবর্তীর। এমনকি দেবলীনা আর সায়কের বন্ধুত্বের সম্পর্ক ঘিরে নোংরা মন্তব্য ভরে উঠেছে।
এবার সায়ক চক্রবর্তীকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ জানালেন তারই বন্ধু অলকানন্দা গুহ। দেবলীনা ঘটনা ছাড়িয়ে এবার বন্ধুদের মধ্যে ঝামেলা। যা দেখে রীতিমত অবাক হচ্ছেন নেটিজেন। পুরোটাই কি পাবলিসিটি। মন্তব্য নেটিজেনদের।
সম্প্রতি আচমকাই অভিনেত্রী অলকানন্দা তার ফেসবুক ব্লগে জানায়, “সায়ক নাকি তাকে বলেছিলেন হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই। এমনকি দেবলীনা কোন হাসপাতালে ভর্তি সেই তথ্য প্রথমে তাকে দেয়নি সায়ক। পরে অভিনেত্রী সমাজ মাধ্যমে জানতে পারেন সায়ক, সুকান্ত আর প্রেরণা সকলেই হাসপাতালে গিয়েছিল। এই বিষয়টিতে তিনি খুব কষ্ট পান।
অলকানন্দার সেই অভিযোগে চুপ থাকেনি সায়ক। কমেন্টে পাল্টা ক্ষোভ উগড়ে দেন অভিনেতা। কমেন্টে সায়ক জানান, “কেন রে তোর নিজের হাত পা নেই? আমি নিয়ে যাইনি মানে? বাচ্চা নাকি? সদ্য জন্মেছিস তুই? এত ন্যাকা কেন? সুকান্ত ওরা গেল কি করে ওদের তো আমি নিয়ে যায়নি।”
সায়ক আরও লেখেন, “দেবলীনাকে নিয়ে যদি এতই চিন্তা করতিস তাহলে নিজেই চলে যেতিস।” শুধু সায়ক নয়, সেই বিতর্কে সুকান্ত কুণ্ডু কমেন্ট করে জানান, “অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়া কোনও ইভেন্ট নয় যে আমন্ত্রণ করতে হবে। সায়ক কারোর দায়িত্ব নেয়নি।”
দেবলীনাকে হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে বন্ধুত্বের মধ্যে এই বিতর্ক কি তাহলে ফাটল সৃষ্টি করল?

