সমাজ মাধ্যমে মাঝে মধ্যেই নিজের ভাললাগা, খারাপ লাগা আবার অস্বস্তিকর ঘটনাও তুলে ধরতে দ্বিধা বোধ করেন না গায়িকা ইমন চক্রবর্তী। সম্প্রতি একটি ভিডিওতে বন্ধুদের সাথে আড্ডার মাঝে স্বামীকে নিয়ে করা মন্তব্যে ফের কটাক্ষের মুখে গায়িকা।
‘প্রজাপতি ২’ ছবির প্রিমিয়ারে এদিন ইমনের পাশেই বসেছিলেন ছোটপর্দার অভিনেত্রী সৌমিলি ঘোষ বিশ্বাস ও জগদ্ধ্বাত্রী ধারাবাহিক খ্যাত প্রিয়া পাল। তিনজনের হাসি ঠাট্টা কথার ছলে সৌমিলিকে উদ্দেশ্য করে ইমনের মন্তব্য,
“পাগল নাকি! দশ বছর এক স্বামীর সঙ্গে ঘর করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব না।” ইমনের কথা শুধরে দিয়ে সৌমিলি জানান, তার তো ১৩ বছরের দাম্পত্য। এমনকি ইমন নাকি তাকে বর বদলাতে বলেছেন। ইমন নিজেও নাকি বয়ফ্রেন্ড খুজছিলেন কিছুক্ষন আগেই।
আপাতদৃষ্টিতে বিষয়টি মজার হলেও কিছু দর্শক একেবারেই মেনে নেননি। অনেকে মনে করছেন, ইমনের কথায় নাকি স্বামী সংসারের প্রতি অসন্মান লুকিয়ে আছে। আবার কেউ বলেছেন, ব্যাক্তিগত সম্পর্ক নিয়ে এমন কথা বলা অনুচিত।

