দেখতে দেখতে অভিনয় জগতে বেশ অনেকগুলো বসন্ত পার করেছেন কিংবদন্তি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন অভিনেত্রী। এরপর একের পর এক ছবিতে অভিনয় করে দর্শকের মন ছুঁয়েছেন অভিনেত্রী। আজও বাংলার দর্শক তাকে চারুলতা নামেই চেনেন।
১৯৫৩ সালে শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেছিলেন প্রেমেন্দ্র মিত্র পরিচালিত ‘দুই বিয়ে’ছবিতে। তখন অবশ্য তিনি মাধুরী। এরপর মুক্তি পায় মৃণাল সেনের ছবি ‘বাইশে শ্রাবণ’,তখন থেকেই নাম পালটে মাধুরী থেকে হয় মাধবী। আর এই নামেই তিনি সমৃদ্ধ করেছেন বাংলা চলচ্চিত্রকে।
অনিল চট্টোপাধ্যায়ের বিপরীতে মাধবীকে ঘিরেই আবর্তিত হয়েছিল ‘মহানগর’এর গল্প। ‘মহানগর’-এর পরের বছরই মুক্তি পায় ‘চারুলতা’। যা আজও বাঙালির মনের মণিকোঠায় চিরস্থায়ী।
সম্প্রতি টলিউড ফোকাস কলকাতা নামক ইউটিউব চ্যানের পক্ষ থেকে নেওয়া সাক্ষাতকারে অভিনয় জগতের কিছু পুরনো স্মৃতি শেয়ার করলেন সকলের সাথে। কিংবদন্তি অভিনেত্রী হিসাবে একাধিক জাতীয় পুরস্কার পেলেও কখনও পদ্মভূষণ পুরস্কারে সন্মানিত হননি। অভিনেত্রীর কথায়, ‘পুরস্কার দিয়ে কিছু যাবে আসবে না। সেটা তো ঘরের এক কোণে পড়ে থাকবে। তিনি শুধুমাত্র তার কাজ করে গেছেন, পুরস্কার প্রাপ্তি নিয়ে তিনি কোনদিনই আকাঙ্ক্ষা ছিল না।