বেশ কিছুদিন ধরে টেলি পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে বন্ধ হতে চলেছে স্টার জলসার ‘শুভ বিবাহ’। আর শুভ বিবাহ ধারাবাহিক শেষ হতেই নাকি অভিনেতা হানি বাফনা আবার নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন।
জোর গুঞ্জন, নতুন ধারাবাহিকের হাত ধরে নাকি ছোটপর্দায় ফিরবেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর এই ধারাবাহিকে জুটি বাঁধতে চলেছেন সন্দীপ্তা সেন ও হানি বাফনা। এই গুঞ্জন কতটা সত্য? অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী।
আনন্দবাজার ডট কমের কাছে অভিনেত্রী সন্দীপ্তা বলেন, ‘সম্পূর্ণ ভুল খবর। আমি এই মুহূর্তে ধারাবাহিকে অভিনয় করছি না। মূলত ওয়েব সিরিজ় আর বড় পর্দার কাজেই মন দিচ্ছি। ইদানীং তো সমাজমাধ্যমের পাতায় অনেক অনুরাগী ভুয়ো পোস্টারও তৈরি করে ফেলছেন।’
অভিনেতা হানি বাফনা জানিয়েছেন, ‘অনেক সময়ই এমন উড়ো খবর শোনা যায়। কিন্তু এটা আদতে একেবারেই সত্যি নয়। আমাদের ধারাবাহিকের গল্প এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে শেষ হওয়া সম্ভবই নয়। তাই নতুন কিছু শুরু করার কোনও প্রশ্নই আসে না।’