২২ বছরের দাম্পত্যের ইতি! এবার ডিভোর্সের পথে সম্রাট-ময়না?

সম্রাট-ময়না

আচমকাই টেলিপাড়ার অন্দরে গুঞ্জন উঠেছে এবার নাকি ডিভোর্স হতে চলেছে সম্রাট ও ময়না মুখোপাধ্যায়ের। এই খবরে ছড়াছড়ি। ২২ বছরের দাম্পত্য জীবনে নাকি ইতি টানতে চলেছেন তারা।

বর্তমানে দুই সন্তান রয়েছে। সুখেই সংসার করছে তারা। তাহলে হঠাৎ কি হল তাদের মধ্যে? আসলে প্রতিবার পুজোর বেশ করে সরস্বতী পূজা করেন সম্রাট। তবে এবার তার স্ত্রী অর্থাৎ ময়না মুখোপাধ্যায়কে দেখা যায়নি। সম্রাটের বলেছিলেন ‘ও অসুস্থ’। এদিকে ময়না তার ফেসবুকে পোস্ট করে লেখেন, ‘তোমরা অনেকেই হঠাৎ জিজ্ঞাসা করছ আমি কেমন আছি। বুঝলাম না কেন জিজ্ঞাসা করছ। আমি ভাল আছি, ছিলাম আর থাকব।’

আর তারপরেই গুঞ্জন ওঠে তাদের মধ্যে নিশ্চয়ই কোনও সমস্যা চলছে। এমনকি ডিভোর্সের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। সত্যি কি তাদের দাম্পত্য জীবনে ফাটল ধরেছে। এই নিয়েই অবশেষে মুখ খুললেন অভিনেতা সম্রাট।

আনন্দবাজার অনলাইনকে সম্রাট জানান, ‘২৩ বছর ধরে সুখে ঘরকন্না করছি। মানুষের সেটা বোধহয় ভাল লাগছে না। সেই কারণে ভুল খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। যাতে আমরা মানসিক দিক থেকে ভেঙে পড়ি। মনে হচ্ছে, আমার খুব পরিচিত কেউই এই গুঞ্জন ছড়িয়েছেন। যা একেবারেই আশা করতে পারিনি।’ অর্থাৎ যেই খবরটা ছড়িয়ে পুরোটাই মিথ্যা। সম্রাট-ময়না’র মধ্যে সম্পর্ক আগের মতোই মজবুত। দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করেছে তারা।