টলিউডের হ্যাপি কাপল অভিনেত্রী মধুবনি গোস্বামী এবং রাজা গোস্বামী। ৮ বছর ধরে সুখে সংসার করছে তারা। স্টার জলসার ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের হাত ধরে এই জুটি প্রথম জনপ্রিয়তা পায় দর্শকমহলে। পর্দার জুটি পরবর্তীকালে বাস্তবে পরিণত হয়।
ভালোবাসা ডট কমের শুটিং সেট থেকেই তাদের প্রেম শুরু। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেছিল তারা। বর্তমানে তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। পুত্র সন্তানকে নিয়ে বেশ ভালোই সুখে সংসার করছিল তারা। তবে আচমকাই তাদের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় হৈ চৈ। সত্যিই কি বিয়ে ভাঙ্গতে চলেছে তাদের?
সম্প্রতি এক ভিডিওতে দেখা গেল মধুবনি তার স্বামীকে কিছু প্রশ্ন করে। বলে, ‘একটা ঘরে প্রচুর মেয়ে রয়েছে, আর তাঁদের সঙ্গে রয়েছি আমিও। তুমি সবার মধ্যে কাকে বেছে নেবে?’। উত্তরে রাজা জানায়, ‘অবশ্যই তোমাকে’। কিন্তু মধুবনি রেগে গিয়ে বলে ‘প্রশ্ন সেটা ছিলই না। প্রশ্ন হচ্ছে, যখন তুমি জেনে গিয়েছ যে ওই ঘরে প্রচুর মেয়ে রয়েছে, তাহলে তুমি সেই ঘরে ঢুকলে কেন?’ এইভাবে একের পর এক প্রশ্নে রাজাকে ভ্যাবাচ্যাকা খাইয়ে দেয়। আর শেষ পর্যন্ত রাজা সঠিক উত্তর না পারায় তারা ডিভোর্সের কথা বলে ভিডিও। আসলে পুরো বিষয়টাই হয়েছে মজার ছলে। তাই চিন্তার কোনও বিষয় নেই রাজা মধুবনি আজও সুখী দম্পতি।