প্রেম করছেন প্রতীক-সোনামণি? অবশেষে সম্পর্কে সিলমোহর দিলেন সোনামণি সাহা

প্রতীক-সোনামণি

টেলিভিশনের পর্দায় অন্যতম হিট জুটি প্রতীক সেন ও সোনামণি সাহা। বর্তমানে তারা একসঙ্গে কাজ না করলেও আজও এই জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা। ‘মোহর’ ও ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে এই জুটিকে দর্শক মন ভরে ভালবাসা দিয়েছে দর্শক।

মাঝে তাদের দু’জনের প্রেম-চর্চা নিয়েও হইচই হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন শোনা যাচ্ছিল গোপনে তাদের সম্পর্কে থাকা নিয়ে। অবশেষে গুঞ্জন কাটিয়ে সম্পর্কে প্রেমে সিলমোহর দিলেন প্রতীক-সোনামণি।

রবিবার রাতে সোনামণি তার ইনস্টাগ্রামে প্রতীকের সঙ্গে দুটি ছবি তুলে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। কালো পোশাকে নজর কারেন অভিনেত্রী অন্যদিকে সাদা রঙের শার্টে নজরে আসেন দাদামণি ওরফে প্রতীক।

ছবি দেখে বোঝাই যাচ্ছে খুব সম্ভবত রবিবার ডিনার ডেটে গিয়েছিলেন এই জুটি। প্রথম ছবিতে প্রতীককে পাশে নিয়ে হাসি মুখে সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। আর একটি ছবিতে প্রতীকের গালে মাথা ঠেকিয়ে ধরা দেন সোনামণি, প্রতীকও ধরা দেন হাসি মুখে। সাথে ক্যাপশনে সোনামণি লেখেন, ‘তুমসা-হামসা’।

প্রতীক-সোনামণি

তাদের এই ছবি প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। ফের একবার শুরু হয়েছে তাদের প্রেমচর্চা। যদিও এর থেকে বেশি কিছু সম্পর্ক নিয়ে ইঙ্গিত দিতে দেখা যায়নি প্রতীক-সোনামণি কে।