সান বাংলার ‘দেবী বরণ’ ধারাবাহিকে দেবী-অনিকেতের জুটি দর্শকের বেশ পছন্দের। তবে টলিপাড়ার কানাঘুষো শুধু রিল লাইফে নয়, রিয়েল লাইফেও নাকি চুটিয়ে প্রেম করছে এই জুটি।
সম্প্রতি আজকাল ডট ইন পৌঁছে গিয়েছিল ম্যাকনেল স্টুডিওতে, সান বাংলার ‘দেবী বরণ’-এর শুটিং ফ্লোরে। পর্দার ‘দেবী’ ওরফে অ্যানমেরী টম ও ‘অনিকেত’ ওরফে সিদ্ধার্থ সেন সত্যিই কি একে অপরের প্রেমে পড়েছেন?
এই প্রসঙ্গে অ্যানমেরী ও সিদ্ধার্থকে প্রশ্ন করা হলে অ্যানমরী জানান, তাদের মধ্যে খুনসুটি প্রায় লেগেই থাকে। অভিনেত্রী বলেন, ‘রোজ ঝগড়া হয়। প্রায় মুখ দেখাদেখি বন্ধ থাকে আমাদের।’
অন্যদিকে সিদ্ধার্থ বলে ওঠেন, ‘আমাদের রীতিমতো মারামারি চলে।’ দেবী-অনিকেতের প্রেম নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা কি সত্যি? সিদ্ধার্থের কথায়, “একদম সত্যি! সেটা পর্দায় চলছে। আর পর্দায় আমাদের এতটাই পছন্দ করছেন দর্শক যে, বাস্তবেও আমাদের বন্ধুত্ব তাঁরা পছন্দ করছেন।” অ্যানমেরীর কথায়, “আমার অনেক সিক্রেট ও জানে। তাই আমি প্রেম করলে ও আগে ফাঁস করে দেবে। আপাতত কাজটা দু’জন ভালবেসে করছি।”