বিরল রোগে আক্রান্ত অর্চনা পূরণ সিং! মায়ের কঠিন অসুখ নিয়ে মুখ খুললেন ছেলে আয়ুষ্মান

 অর্চনা পূরণ সিং

‘কপিল শর্মা শো’-এর পরিচিত মুখ অর্চনা পূরণ সিং। সবসময় হাসিখুশি থাকা অভিনেত্রীর জীবনে এবার অন্ধকারের ছায়া। পর্দার পিছনে অভিনেত্রীর কঠিন লড়াই সম্পর্কে সকলকে জানালেন তার ছেলে আয়ুষ্মান শেঠি।

এক বিরল রোগে ভুগছেন অর্চনা। সম্প্রতি এক ভিডিওতে মায়ের বিরল শারীরিক অবস্থার কথা জানালেন ছেলে আয়ুষ্মান। যা শুনে অনুরাগীরা বেশ উদ্বিগ্ন।

‘কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম’ নামক রোগে ভুগছেন অর্চনা। আয়ুষ্মান জানান, তার মা এক ধরণের স্নায়বিক বা পেশিজনিত সমস্যায় ভুগছেন, যার প্রভাব সরাসরি পড়েছে তার হাতের ওপর।

এই সমস্যার কারণে অর্চনার হাতের কার্যক্ষমতা চিরতরে বদলে গিয়েছে। আয়ুষ্মানের কথায়, “মায়ের হাত আর কখনও আগের মতো স্বাভাবিক হবে না। এটা এমন একটা পরিস্থিতি যা সারিয়ে তোলা সম্ভব নয়।”

এই অবস্থাতেও তিনি দু-তিনটি ছবি এবং একটি ওয়েব সিরিজের শুটিং করেছেন অর্চনা। ৬০ বছরের বেশি বয়সে এসেও অর্চনা একটি ইউটিউব চ্যানেল এবং নতুন ধরনের কাজ শুরু করেছেন, যা সত্যিই অবিশ্বাস্য।

ছেলের এই ভিডিও দেখে অর্চনা তার ইউটিউব চ্যানেলে আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখে জল চলে আসে অভিনেত্রীর। অভিনেত্রীর মতে, আগে কেউ কখনও এমন রিল তৈরি করেনি। ছেলের এমন ভাবনার জন্য তিনি গর্ববোধ করেন।