‘অনেকে তোকে গণসঙ্গীত শিল্পী বলে দাগিয়ে দিয়েছিল কিন্তু অনেককেই ভুল প্রমাণ করবি…আমার বিশ্বাস ছিল’, মেয়েকে নিয়ে লম্বা পোস্ট আরাত্রিকার বাবা

আরাত্রিকা

সন্তানকে নিয়ে বাবা-মায়ের অনেক স্বপ্ন থাকে। আরাত্রিকাকে নিয়েও তার বাবার অনেক স্বপ্ন। ২০২৪-এর ফাইনালিস্ট আরাত্রিকার পাশে প্রথম থেকেই ছিলেন তার বাবা সৌম্য সিনহা।

সারেগামাপার ফাইনালে শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় মেয়েকে নিয়ে লম্বা পোস্ট করলেন আরাত্রিকার বাবা। লিখলেন, ‘মানি ,তোকে বাঁকুড়া বইমেলায় গান গায়তে দেয়নি ,খাদ্যমেলাতেও তোর নাম থেকেও বাদ গেছে ,তথ্য সংস্কৃতি দফতর হয়তো জানেইনা তুই গান করতে জানিস l সবটা শুধু দেখে গেছি।’

‘কিন্তু তোর উপর ছিল আমার অগাধ আস্থা ,আমি জানতাম তুই কি পারিস আর কি পারিস না ! আমার সাথে দেখা হলে দারুন হেসে গদগদ হয়ে কথা বলে এরকম অনেক মানুষ তোর গানে কোনোদিন লাইক কমেন্ট করেনি l দেখতাম সবকিছুই l পাত্তা সেদিনও দিইনি ,আজও দিই না। আসলে আমার নিজের উপরও সাংঘাতিক আস্থা আছে l আমি জানি কার দ্বারা কি হয় ,আর হয়না !’

‘অনেকে তোকে গণসঙ্গীত শিল্পী বলে দাগিয়ে দিয়েছিল ,তোর পিঠে সেঁটে দিয়েছিল পার্টির স্ট্যাম্প l কিন্তু অনেককেই ভুল প্রমাণ করবি – সেই বিশ্বাস আমার ছিল l এপ্রিল মে মাসের গরমে যখন তোকে নিয়ে তিন দিন অন্তর যখন ছুটছি।’

আরত্রিকার বাবা সৌম্য সিনহা আরও লেখেন, ‘#zeebanglasaregamapa -র অডিশনে ,তখন ভাবতাম একটা অন্তত একটা গান যদি তুই ওই মঞ্চটাতে গাইতে পারিস ,আমার খুব ভালো লাগবে l একটার পর একটা এপিসোডের হার্ডল টপকে তুই যখন ফাইনালে উঠলি ,তখনও অনেক বিদগধ মানুষের কাছ থেকে শুনতে হয়েছে ওখানে না কি টাকার খেলা চলে ! মনে মনে কেবল হেসেছি l ভেবেছি তোর জন্য কলকাতা বারবার আসা যাওয়া করতে গিয়ে কখনো বাবার কাছে পাঁচ হাজার নিয়েছি ,কখনো ছোট পিসির কাছ থেকে দুই হাজার নিয়েছি !

‘আসলে একদল মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি বাঁকুড়া শহরের ভাদুল গ্রামের একটা মেয়ে কোনো সঙ্গীতের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্বেও এত দূর যায় কি করে ! আসলে তারা তো জানেনা তুই কথা বলা আর গান করা একসাথে শিখেছিলিস , তারা তো জানেনা তোর গানের জন্য তোর মা , পেটে আহিকে নিয়ে বমি করতে করতে চারবছর কলকাতা গেছে ট্রেনে করে ,বাসে করে !  তারা তো জানেনা তোর দদন ,মামমাম সারাদিন তোর সাথে গান নিয়ে আলোচনা করতো l তুই অনেককে ভুল প্রমাণ করতে পেরেছিস বলেই আমি খুশি l’
‘ধন্যবাদ জানাই #ZeeBangla কে , তোর প্রতিভাকে সম্মান দিয়েছে বলে l তোর এই জার্নিতে আমাদের নানারকম ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ l বিশেষ ভাবে ধন্যবাদ জানাই Palash Das দা , Tanushri Datta Sangeeta Das Banerjee ও ভাই Arnab Karmakar কে l’