সারোমাপা দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন বাঁকুড়ার মেয়ে আরাত্রিকা সিনহা। বছর ১৪-র মেয়েটিকে অনেকে চেনেন খুদে কমরেড হিসেবেও। বামেধের অধিবেশনে গাইতেন গণসংগীত।
সারেগামাপা-র পর শুধু বাঁকুড়া নয়, গোটা রাজ্যেই একাধিক মঞ্চ অনুষ্ঠানে দেখা গিয়েছে আরাত্রিকাকে। কিন্তু সম্প্রতি গায়িকা পোস্ট জুড়ে শোরগোল নেটপাড়ায়। ফেসবুকে পোস্টে আচমকাই ‘বিরতি’ ঘোষণা আরাত্রিকার। কিন্তু কেন? হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন গায়িকা?
সোশ্যাল মিডিয়ায় আরাত্রিকা সিনহা লিখলেন, ‘প্রায় দেড় মাসের বিরতি। সামনেই মাধ্যমিক।’ জীবনের প্রথম বোর্ড এক্সাম দেবেন বলেই আরাত্রিকার এই বিরতি। আগামী দিনে ইংলিশ লিটারেচার নিয়ে পড়তে চান বলে জানিয়েছিলেন আরাত্রিকা। ইতিমধ্যেই ‘জীবন যখন শুকায়ে যায়’ শীর্ষক রবীন্দ্র সঙ্গীতে প্লেব্যাক করে ফেলেছেন তিনি।
এর আগে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকা জানিয়েছিলেন, ‘সারেগামাপা-র কারণে অনেকদিন লেখাপড়া হয়নি ঠিক করে। ফাইনলের পর বাড়ি এসে, আমি তো গভীর চিন্তায় চলে যাচ্ছিলাম এবারে কীভাবে সামাল দেব। একটা বিশাল বড় ডিস্ট্র্যাকশন হয়ে গিয়েছিল। আবার সেই রুটিনে ফিরে আসা। এই স্কুল যাওয়া, টিউশন যাওয়া। পুরনো অভ্যেস আয়ত্তে আনতে কিছুটা তো সময় লাগছে। তবে আসতে আসতে মানিয়ে নিচ্ছি।’
আরাত্রিকা আরও বলেন ‘তবে হ্যাঁ, আমার কাছে সবার আগে প্রায়োরিটি পায় আমার গান। তারপর আসে পড়াশোনা। তাও নূন্যতম যেটুকু করতে হয়, সেটা করবই। আমার বাড়িতে অন্তত কখনো এরকম হবে না যে, সবাই বলবে ‘তোর তো মাধ্যমিক আসছে, রেওয়াজ একটু ছাড়। পড়াশোনায় মন দে’। এসব কখনো ওঁরা বলবে না। আমার মাথাতেও আসবে না। গান আর পড়শোনা, দুটোই সমানতালে সামলে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি।’


