সদ্য শেষ হয়েছে সারেগামাপা। ট্রফি না জিতলেও দর্শকের মন জিতে নিয়েছেন ‘খুদে কমরেড’ আরাত্রিকা। তারপর থেকেই একের পর এক শো ডাক পাচ্ছেন আরাত্রিকা। আরাত্রিকা সিনেমায় প্লেব্যাকের সুযোগও পেয়েছেন।
রিয়্যালিটি শো থেকে খ্যাতি পেলেও এর আগে আরাত্রিকা ব্রিগেডে গান গেয়েছেন। তবে অনেকের কৌতূহল ছিল আরাত্রিকা জনপ্রিয়তা পাওয়ার পর কি আর বিগ্রেডে গান গাইবেন। এই প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে মুখ খুলতে দেখা যায় শিল্পীকে।
এক সাক্ষাৎকারে আরাত্রিকাকে বলতে শোনা যায়, ‘যদি আমি উপরে গিয়ে এই মানুষগুলোকে ভুলে যাই তাহলে তো আমার সিঁড়িটাই ফাঁকা হয়ে যাবে। আমি তো পড়ে যাব। তো সেই জন্য যত বড়ই হই না কেন, মানে ফেমাস হই না কেন মানুষের জন্য আমি অবশ্যই আছি। এবং আবারও চাইলে আমি আবারও ব্রিগেডে গান গাইব। সেই আরাত্রিকাকে সবাই দেখতে পাবে।’