এবার ছোটপর্দায় দুই বোনের ভূমিকায় ফিরছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। রাঙা বউ ধারাবাহিকের দীর্ঘ এক বছর পর আবার পর্দায় ফেরা শ্রুতির। অন্যদিকে আরাত্রিকাকে শেষ দেখা গিয়েছিল মিঠিঝোরা ধারাবাহিকে।
এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে জি-বাংলার দুই নায়িকাকে। জি-বাংলায় খুব শীঘ্রই আসছে নতুন মেগা ধারাবাহিক। পরিচালনায় সুশান্ত দাস। দুই বোনের গল্পে নিয়ে আসছে এই মেগা।
বড় বোন নিশার চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রুতিকে, তার চরিত্রে অন্য শেডে দেখা যাবে। যে যেকোনো উপায়ে কোটিপতি হতে চায়। অন্যদিকে তার বোন উজি (আরাত্রিকা মাইতি) সে চায় শিক্ষিত হয়ে সৎ পথে উপার্জন করতে। তাদের চরিত্রে এই মত বিরোধ ধারাবাহিকের মূল বিষয়বস্তু।
এক সাক্ষাৎকারে নতুন ধারাবাহিক নিয়ে শ্রুতি বলেন, “রাঙা বউ আমার শেষ সিরিয়াল। এরপর এক বছর অনেক ধারাবাহিকে অভিনয় ছেড়েছি কারণ চরিত্র মনে ধরছিল না। কিন্তু নিশা চরিত্র পাওয়ার পর মনে হল অপেক্ষার ফল পেলাম।”
অন্যদিকে আরাত্রিকা জানায়,”আমি কাজের মধ্যে থাকতে চাই সেটা যে মাধ্যম হোক। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ আসেনি। মনে হয় এই চরিত্রটি মিঠিঝোরার রাইয়ের ইমেজ ভাঙতে সাহায্য করবে।”