ট্রেন্ডিং কিশোরী গানে নেচে মঞ্চ মাতাল রাই ওরফে আরাত্রিকা, প্রশংসায় পঞ্চমুখ নেটিজেন

অভিনেত্রী আরাত্রিকা মাইতি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। যিনি এই মুহূর্তে জি-বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অভিনয় করছেন। রাই চরিত্রে ভালো জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জিতেছেন।

মিঠিঝোরা ধারাবাহিকের আগে ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরেই পর্দায় সাফল্য পেয়েছিলেন আরাত্রিকা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। এতদিন অভিনয় দিয়ে দর্শকের মন জিতলেও এবার নাচ দিয়ে দর্শকের প্রশংসা কুড়লেন অভিনেত্রী।

সম্প্রতি এক মাচা শোয়ে হাজির ছিলেন আর সেখানে ছোটপর্দার রাই গানে-নাচে দর্শকদের মাতিয়ে রেখেছিলেন। বর্তমানে বাংলার ট্রেন্ডিং গান কিশোরী। আর সেই গানেই নেচে মঞ্চ মাতালেন আরাত্রিকা। তার নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। রাই অর্থাৎ আরাত্রিকা যে এত সুন্দর নাচে তা অনেকের অজানা ছিল।