‘একসাথে বেড়ে ওঠা…কেমন যেন গল্পের মতন না?’, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নতুন নায়িকাকে শুভেচ্ছা আরাত্রিকার

অভিনেত্রী শিরিন পাল

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়িকার চরিত্র থেকে দিতিপ্রিয়া রায় সরে দাঁড়েতেই সেই জায়গায় সুযোগ পান মঞ্চ অভিনেত্রী শিরিন পাল। টিভির পর্দায় তাঁর এই প্রথম কাজ। এর আগে একটি মাইক্রো ওয়েব সিরিজে কাজ করেছেন।

নতুন অপর্ণাকে চরিত্রে শিরিনকে পেয়ে অধিকাংশ দর্শক খুশি। ঝাড়গ্রামের মেয়ে শিরিন। ঝাড়গ্রাম থেকে সোজা টেলিপাড়ার। যদিও এই প্রথম নয়, টেলিভিশন ইন্ডাস্ট্রির আরও একজন জনপ্রিয় নায়িকা রয়েছে তিনিও ঝাড়গ্রামের মেয়ে।

জোয়ার ভাঁটা’র অভিনেত্রী আরাত্রিকা মাইতি।  যিনি এই মুহূর্তে টিভির পর্দায় নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন। শিরিন নতুন। আরাত্রিকার মতোই দর্শকের মন জিততে পারবে কিনা সেটা সময় বলবে।

তবে আরাত্রিকা এবার ফাঁস করলেন আরেক গল্প। শিরিন আর তিনি নাকি একসঙ্গে বড় হয়েছেন, শুধু তাই নয় একই স্কুলে পড়াশুনো করেছেন। যদিও আরাত্রিকার থেকে বয়সে বড় শিরিন।

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন অপর্ণার অর্থাৎ শিরিন পালের সাথে তোলা কিছু পুরনো স্মৃতি নিজের ফেসবুকে ভাগ করে নিলেন আরাত্রিকা। ছবি ভাগ করে আরাত্রিকা লেখেন, “সেরা শুভেচ্ছা শিরিন দি…কেমন যেন গল্পের মতন না!?…একই স্কুল ,একসাথে নাচ,একসাথে নাটক, একসাথে mock parliament! একসাথে বেড়ে ওঠা…খুব ভালো কাজ করো”।

শিরিনকে রুপসা দি বলে ডাকেন আরাত্রিকা। কমেন্ট বক্সে রিপ্লাই দিতে ভোলেননি টেলি পাড়ার নতুন নায়িকাও। শিরিন লেখেন, ‘এই এত্ত আদর তোকে!!! একদিন দেখা কর এবার!’ উত্তর দেন আরাত্রিকাও। লেখেন, ‘চলো….’। আর এই পোস্টেই আরাত্রিকার ভক্তরা লেখেন, ‘ঝাড়গ্রামের দুই গর্ব’।